মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬/১২/২০১৫ খ্রি তারিখ সকাল ১০ টায় ৬নং জয়নগর ইউনিয়ন পরিষদের সামনে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, মুক্তিযোদ্ধ ভিত্তিক ছায়াছবি প্রজেক্টরের মাধ্যমে জনসাধারনকে দেখানো হয় ও মতবিনীময় সভার আয়োজন করা হয়। জয়নগর ইউপির সুযোগ্য চেয়ারম্যান জনাব গাজী ইমরান হোসেন বাচ্চু সাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় ১৯৭১ সলের যুদ্ধের নির্মম কাহীনি ও ইউডিসির সবিক উন্নয়ন, নতুন নতুন সেবা চালুকরনের মাধ্যমে ইউডিসির আয় বৃদ্ধিকরন, সেবা সমূহের মান উন্নয়ন, জনসাধারনকে দেশ ও দেশের মানুষকে ভালবেসে কাদে কাদ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহব্বান জানান। সবশেষে মিলাদ মাহফিল ও মোনাজাত করে শহীদের আত্নার শান্তি কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস