বিদ্যালয়টি শিবপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামে অবস্থিত। ক্লাস্টার- চৈতন্যা। জয়নগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন। বিদ্যালয়ে ৭টি শ্রেণীকক্ষ, ১টি অফিস কক্ষ আছে। একশিফ্টে পরিচালিত বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৯জন। জমির পরিমান ৩৫ শতাংশ। |
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৭৩ সালে সরকারী করণ হয়। বর্তমানে এটি ‘এ’ গ্রেড ভূক্ত।
পরিচালনা পরিষদের সভাপতি | গাজী ইমরান হোসেন (বাচ্চু) | ||
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | ক্রমিক নং | নাম | পদবী |
০১ | গাজী ইমরান হোসেন (বাচ্চু) | সভাপতি | |
০২ | মোঃ মিজানুর রহমান | সহ-সভাপতি | |
০৩ | মোঃ আশরাফুল আলম | বিদ্যুৎসাহী সদস্য | |
০৪ | সাফি উদ্দিন মৃধা | ইউপি সদস্য | |
০৫ | মোঃ ফায়েজ উদ্দিন খান | উচ্চ বিদ্যাঃ শিক্ষক প্রতিনিধি | |
০৬ | গাজী নজরম্নল ইসলাম | অভিভাবক সদস্য | |
০৮ | জনাবা কুহিনূর জাহান | অভিভাবক সদস্য | |
০৯ | হাসনা বেগম | বিদ্যুৎসাহী সদস্য | |
১০ | রানু বেগম | অভিভাবক সদস্য | |
১১ | গাজী হাসিনা বেগম | শিক্ষক প্রতিনিধি | |
১২ | নারায়ন চন্দ্র অধিকারী | সদস্য সচিব/প্রধান শিক্ষক |
১২ | বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
| সাল | অংশ গ্রহনকারীর সংখ্যা | পাশের হার |
২০০৭ইং | ৫০ জন | ১০০% | ||
২০০৮ইং | ৪৮ জন | ১০০% (বৃত্তি-২জন) | ||
২০০৯ইং | ৪৪ জন | ৭৭% (বৃত্তি-৫জন) | ||
২০১০ইং | ৪০ জন | ৯৮% (বৃত্তি-৫জন) | ||
২০১১ইং | ৪৫ জন | ১০০% |
২০১১ইং সালে উপবৃত্তি পাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৪০ জন |
২০০৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতীত্বপূর্ণ ফলাফলের জন্য জেলা প্রশাসকের নিকট হইতে সনদ প্রাপ্ত ২জন। ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে নরসিংদী জেলার রানার আপ।
প্রতি বৎসর ১০০% পাশ সহ অধিকাংশ ছাত্র/ছাত্রী যাতে ‘A+’ গ্রেডে উত্তীর্ণ হয় সেই প্রচেষ্ঠা চালাব। এবং যাতে করে অধিক ছাত্র/ছাত্রী প্রাথমিক বৃত্তিপেতে পারে সেই দিকে নজর রাখব। সর্বদিক থেকে যেন একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিচিতি পায় সেই লক্ষ্যে কাজ করব।
শিবপুর উপজেলা্ হইতে সি এন জি যোগে জয়নগর চৌরাস্তা হয়ে আজকিতলা গ্রামে ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন। দূরত্বঃ শিবপুর উপজেলা হতে প্রায় ১০ কিলো মিটার পূর্ব দিকে অবস্থিত। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস