Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বৌদ্ধ পদ্দ মন্দির
বিস্তারিত

আবিষ্কৃত বৌদ্ধ পদ্দ মন্দিরটি স্থাপত্যিক বৈশিষ্টদ দেব খড়গের স্বাক্ষ্ অনুযায়ী প্রাথমিক ভাবে ৭ম দশকের বলে অনুমতি হয়। ধারনা করা হয় প্রায় ২৫০০ বছর আগে এই জায়গায় বৌদ্ধদের পদ্দ নামে একটি মন্দির  ছিল। কারণ এখানে যা পওয়া গিয়াছে তার মধ্যে ৭০ সেঃ মিঃ দৈর্ঘ ও প্রস্থ ৭০ সেঃ মিঃ ইটের ওয়াল পাওয়া গিয়াছে এবং ওয়ালের পূর্ব দিকে ৩ ফুট দূরে বারান্দার মত আরেকটি ওয়াল পাওয়া গিয়াছে এবং দুই দিকে দুইটি দরজার মত পাওয়া যায় এতে করে ধারনা করা যায় মন্দিরে পুজা করতে এসে এক দরজা দিয়ে ডুকে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতেন।

বর্তমানে এই প্রত্ন তাত্তিক খননটি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সুফি স্যারের অধিনে পরিচালিত হচ্ছে। এই জায়গাটি খননের জন্য বাংলা মাপে প্রায় ৫গন্ডা জমি ক্রয় করে খনন কার্যক্রম চালাচ্ছে। এবং অর্থায়নে - সাংষ্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়।